চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশীর হাতে শিশুহত্যার অভিযোগ
সন্দ্বীপে বাবার সঙ্গে বিরোধে প্রাণ হারালো চার বছরের শিশু আলী

- আপডেট সময় : ১১:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: মোহাম্মদ হাসনাত ওয়াহিদ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর পেলিশ্যার বাজার এলাকায় হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চার বছরের শিশু আলীকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী ও ইতালি প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়ভাবে চলমান পারিবারিক বিরোধের জের ধরে জাহাঙ্গীর আলম হঠাৎ শিশু আলীকে ধরে মাটিতে আছাড় দেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের সাথে আসামির বিরোধ চলে আসছিল। সেই বিরোধের অংশ হিসেবেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিচার ও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।