৩১ দফা কর্মসূচির আলোকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সমাবেশ
কালিয়াকৈরে বিএনপির কর্মী সমাবেশে কাজী সাইয়েদুল আলম বাবুলের হুঁশিয়ারি: আওয়ামী ফ্যাসিবাদ দালালদের জায়গা হবে না

- আপডেট সময় : ০৮:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুর জেলার কালিয়াকৈরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বোয়ালী নরেন্দ্র নারায়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আজম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি বলেন,
> “কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদ দালালদের কখনও জায়গা হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুজ্জামান, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, এবং গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি।
সমাবেশে কালিয়াকৈর উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর জাসাস আহবায়ক মোঃ মজিবর রহমান ও বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অরুন প্রসাদ মজুমদার।
সমাবেশটি আয়োজন করে বোয়ালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।