গাবতলী পৌরসভার উদ্যোগে দীর্ঘদিনের যানজট নিরসনে নতুন অধ্যায়
বগুড়ার গাবতলী থানা মোড়ে যানজট নিরসনে নতুন সিএনজি স্ট্যান্ড উদ্বোধন

- আপডেট সময় : ১১:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী থানা মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে গাবতলী পৌরসভার উদ্যোগে নির্মিত নতুন সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার নিজস্ব তত্ত্বাবধানে এই স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গাবতলী থানা মোড় বগুড়ার অন্যতম ব্যস্ততম এলাকা। প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করায় দীর্ঘদিন ধরে যানজট ছিল স্থায়ী সমস্যা। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার এলোমেলো পার্কিং ও যাত্রী ওঠানামার কারণে সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে।
পৌরসভার উদ্যোগে নির্মিত এই নতুন সিএনজি স্ট্যান্ড চালু হওয়ার ফলে যানবাহনের শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। উদ্বোধনের পর থেকেই স্ট্যান্ডটিতে সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, “পৌরসভার এই উদ্যোগে গাবতলী থানা মোড়ের স্থায়ী যানজট সমস্যার সমাধান হবে। এতে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।”