ধনপুর সীমান্তে ১০-বিজিবির নিয়মিত অভিযানে বড় ধরনের চোরাচালান প্রতিরোধ
কুমিল্লা সীমান্তে ১০-বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লে উদ্ধার

- আপডেট সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী ধনপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯০টি মোবাইল ফোন ও ৩৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোরে কুমিল্লা ব্যাটালিয়নের যশপুর বিওপি’র একটি টহলদল সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে ধনপুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৯০টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ৩৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ ৮৬ হাজার ৮৬৮ টাকা।
জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান লে. কর্নেল মীর আলী এজাজ।
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। দেশের অর্থনীতি রক্ষা ও অবৈধ পণ্য প্রবাহ বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”