গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে কারাদণ্ড প্রদান
কোটালীপাড়ায় দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

- আপডেট সময় : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই মাদকসেবীকে আটক করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার টুটাপাড়া গ্রামে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রিফাত জামান হাওলাদার (২৮), টুটাপাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে এবং নাদিম মাহমুদ (১৯), কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ১ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ দুইজনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম জানান, দীর্ঘদিন ধরে এই দুইজন মাদক সেবনের পাশাপাশি এলাকায় মাদক বিক্রির সঙ্গেও জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর। মাদক নির্মূলে কোটালীপাড়া উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে।”