উপজেলা প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত জমিতে শুরু হচ্ছে মাঠ নির্মাণ কার্যক্রম
লৌহজংয়ে ১.০৪ একর সরকারি জমি উদ্ধার, নির্মিত হচ্ছে নতুন খেলার মাঠ

- আপডেট সময় : ০৬:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই—এই লক্ষ্যেই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও এলাকায় ১.০৪ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই জমিতে শীঘ্রই একটি আধুনিক খেলার মাঠ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল হয়ে ছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে জায়গাটি পুনরুদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এলাকাবাসী আশা করছে, মাঠটি নির্মিত হলে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে, পাশাপাশি মাদকসহ সামাজিক অপরাধ রোধে ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন বলেন, “খুব শিগগিরই উদ্ধারকৃত জায়গায় একটি খেলার মাঠ নির্মাণ করা হবে। বর্তমান প্রজন্ম মোবাইল ও নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছে। আমরা চাই, যুব সমাজ মাঠে ফিরে আসুক, খেলাধুলায় যুক্ত হোক—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত মাঠ নির্মাণের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন।