রুশ অস্ত্রে পশ্চিমা দেশের অংশ পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া, ইউক্রেন নতুন নিষেধাজ্ঞার পথে
রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশের সন্ধান, বিস্ফোরক অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির

- আপডেট সময় : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনের ওপর যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, সেগুলোর ভেতরে বিপুল পরিমাণ পশ্চিমা দেশের কোম্পানির তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, গত দুই রাতে ইউক্রেনে চালানো রুশ হামলায় ব্যবহৃত শত শত অস্ত্রের মধ্যে পশ্চিমা নির্মিত হাজারো অংশ (যন্ত্রাংশ) পাওয়া গেছে।
তার দাবি, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ব্যবহৃত যন্ত্রাংশ এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের কোম্পানিগুলো থেকে।
জেলেনস্কি আরও জানান, রাশিয়ার ড্রোনগুলোতে বিদেশি কোম্পানির প্রায় এক লাখ ৬৮৮টি উপাদান (যন্ত্রাংশ) পাওয়া গেছে। এর মধ্যে ইসকান্দার ক্ষেপণাস্ত্রে প্রায় ১,৫০০টি, কিনঝাল ক্ষেপণাস্ত্রে ১৯২টি, এবং কালিব্র ক্ষেপণাস্ত্রে ৪০৫টি বিদেশি অংশ ব্যবহৃত হয়েছে।
ইউক্রেন সরকার ইতোমধ্যে এসব কোম্পানি ও যন্ত্রাংশের বিস্তারিত তথ্য আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর কাছে পাঠিয়েছে বলে জানান তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে। এরপর থেকে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে।
এই পরিস্থিতিতে রুশ অস্ত্রে পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশ থাকার অভিযোগ নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
জেলেনস্কি বলেন, “রাশিয়ার যুদ্ধযন্ত্রে যারা সরাসরি বা পরোক্ষভাবে অবদান রাখছে, তাদের সবাইকে দায় নিতে হবে।” তিনি আরও জানান, ইউক্রেন এখন নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে, যেগুলো রাশিয়া ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হবে।