রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে উত্তেজনা, ঠিকাদারের পাল্টা দাবি
ফরিদপুরে ৪.৭৫ কিমি রাস্তা সংস্কার নিয়ে বিরোধ: ঠিকাদার–সাব ঠিকাদারের পাল্টাপাল্টি অভিযোগ

- আপডেট সময় : ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুতালিয়া থেকে জয়পাশা পর্যন্ত ৪.৭৫ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ নিয়ে দেখা দিয়েছে তীব্র বিরোধ। ঠিকাদার ও সাব-ঠিকাদার একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
ঠিকাদারের অভিযোগ, সাব ঠিকাদার মিরাজ মিনা রাস্তার এজিংয়ের ইট ও ডাবলু বিএম খোয়া নিম্নমানের দিয়েছেন, যার কারণে কাজের মান নিয়ে সমস্যা দেখা দেয়। এর জেরে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ঠিকাদার আরও জানান, রাস্তার পাশের মাটির কাজের ১৮ লক্ষ টাকার প্রকল্পে হস্তক্ষেপের চেষ্টা করেন মিরাজ মিনা। কাজ না পেয়ে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন।
গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরাজ মিনা ও তাঁর সমর্থকরা বন্ডপাশা গ্রামে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন এবং দ্রুত তদন্তের দাবি জানান।
অন্যদিকে, ঠিকাদার বাবলু দাবি করেন, “রাস্তার কাজে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি হচ্ছে না। সাব ঠিকাদার মিরাজ মিনা নিম্নমানের ইট ও খোয়া সরবরাহ করায় কাজের সমস্যা হয়েছিল। বর্তমানে কাজ চলমান এবং নিয়ম মেনে সম্পন্ন হবে।”
উপজেলা প্রকৌশলী পূর্ণানন্দ সাহা বলেন, “রাস্তার কাজ এখনো শেষ হয়নি। কাজের গুণগত মান নিশ্চিত করতে নজরদারি চলছে। কাজের শেষে অনিয়ম প্রমাণিত হলে বিল প্রদান করা হবে না।”
স্থানীয় এলাকাবাসী দ্রুত এই রাস্তা সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছেন, যাতে গ্রামীণ জনসাধারণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।