“Recasting Teaching as a Collaborative Profession” প্রতিপাদ্য নিয়ে মুন্সীগঞ্জে শিক্ষক দিবস উদযাপন
মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন: শিক্ষকদের সম্মান ও সহযোগিতার আহ্বান জেলা প্রশাসনের

- আপডেট সময় : ০৬:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
“Recasting Teaching as a Collaborative Profession” প্রতিপাদ্যকে ধারণ করে মুন্সীগঞ্জে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাবা ফাতেমা তুল জান্নাত। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার জনাবা মৌসুমী মাহবুব, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, সরকারি হরগঙ্গা কলেজ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষবৃন্দসহ জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মহোদয়া শিক্ষকদের সমাজ গঠনে ভূমিকা ও দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা জাতি গঠনের মূল কারিগর।”
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকরাও উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তোলে। আলোচনা শেষে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।