বারবাকপুর ও ইদুবাড়ীতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়
রাজাপুরে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের সৌজন্য সাক্ষাৎ, তৃণমূল সংগঠন শক্তিশালী করার আহ্বান

- আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
শনিবার দুপুরে উপজেলার বারবাকপুর ও ইদুবাড়ী এলাকায় স্থানীয় মহিলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি দলের চলমান রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রফিকুল ইসলাম জামাল বলেন, “দলের প্রকৃত শক্তি তৃণমূলের নেতা-কর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকতে হবে, কারণ জনগণই পরিবর্তনের মূল চালিকাশক্তি।”
সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় নেতারা তার দিকনির্দেশনা গ্রহণ করে মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।