শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি হরিরামপুরে, ভক্তরা অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন দূর্গা মাকে
হরিরামপুরে একযোগে ৬৩ মন্দিরে দূর্গা প্রতিমা বিসর্জন, উৎসব মুখর পরিবেশে উদযাপন

- আপডেট সময় : ১০:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের হরিরামপুরে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি উপলক্ষে একযোগে ৬৩টি মন্দিরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সরকারি নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে এই আয়োজন সম্পন্ন করা হয়।
জেলার প্রশাসক কর্তৃপক্ষ জানায়, মানিকগঞ্জে এ বছর মোট ৫৫৩টি পূজামণ্ডপের মধ্যে সাতটি উপজেলায় একযোগে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। হরিরামপুর উপজেলা ভক্তদের অশ্রুসিক্ত নয়নে দূর্গা মাকে বিদায় জানানোর আয়োজন করে।
ধূলশুড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আওয়ালের উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ধূলশুড়া ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা আব্দুল হাশেম খান, ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল শিকদার ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বি।
আব্দুল আওয়াল জানান, শারদীয় দূর্গা পূজায় শুভেচ্ছা বিনিময় এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করার জন্য সকলের সঙ্গে প্রতিশ্রুতি বিনিময় করা হয়েছে।