চকরিয়া থানার নেতৃত্বে সফল অভিযান, অস্ত্র উদ্ধারসহ মামলা প্রক্রিয়াধীন
চকরিয়া-লামা সড়কে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার, স্বস্তিতে স্থানীয়রা

- আপডেট সময় : ০৬:৫৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া-লামা সড়কের দুর্গম এলাকায় বিশেষ অভিযানে চার ডাকাত সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকালে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আনোয়ারের নির্দেশে এসআই আরকানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ফরেস্ট বিটের সহযোগিতায় এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিকল্পিত এ অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় কৃষক আবদুল গফুর বলেন, “ডাকাতদের ভয়ে আমরা আতঙ্কে ছিলাম, পুলিশের এ অভিযান আমাদের স্বস্তি দিয়েছে।”
ব্যবসায়ী নুরুল আলম জানান, “এখন আমরা আশা করি, এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।”
এদিকে পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।