গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফার কর্মসূচি ছড়িয়ে দিচ্ছেন নেতাকর্মীরা
নোয়াখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক

- আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

নোয়াখালী সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, নোয়াখালী-২ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নিজ হাতে লিফলেট বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন,
“বিএনপির ঘোষিত ৩১ দফার কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। জনগণ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি, আবদুল হান্নান লিটন মাস্টার, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহাদাত হোসেন খান সাধন, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা লায়ন জসিম উদ্দিনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি দেশের মানুষকে মুক্তি, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা।