গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ধরা খেল সবুজ দাড়িয়া
কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজ দাড়িয়া গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

- আপডেট সময় : ০৭:২৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

শেখ কামরুজ্জামান (রানা)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০৭ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ দাড়িয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের হেমায়েত ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই সাদ্দাম হোসেন ও এএসআই সোবহানের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ দাড়িয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ দাড়িয়া উপজেলার মাঝবাড়ি গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন,
“মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ সবুজ দাড়িয়াকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোটালীপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।