সবজি বোঝাই ট্রাকে মাদক পরিবহন, র্যাবের অভিযানে আটক ২
পটিয়ায় র্যাবের অভিযান: সবজি বোঝাই ট্রাক থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, ২ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৭:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ,স্টাফ রিপোর্টার (চট্রগ্রাম)
চট্টগ্রামের পটিয়া উপজেলায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে সবজি বোঝাই একটি মিনি ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার কাগজি পাড়া এলাকায় গাজী কনভেনশন হলের সামনে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকচালক ও সহকারীসহ দুজনকে আটক করে র্যাব।
র্যাব-৭ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন-১২-৯৯১২ নম্বরের একটি সবজি বোঝাই মিনি ট্রাক তল্লাশি করে ৩ বস্তায় রাখা প্রায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— ট্রাকচালক মো. রনি (৩৮), পিতা জামাল, ঠিকানা সদর দক্ষিণ, কুমিল্লা এবং সহকারী মো. কামাল (৩৭), পিতা ফটিক মিয়া, ঠিকানা চৌদ্দগ্রাম, কুমিল্লা।
র্যাব-৭ এর কর্মকর্তা লে. কমান্ডার মো. তাওহিদিল ইসলাম জানান, “উদ্ধারকৃত গাঁজা ও আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পটিয়া থানায় হস্তান্তর করা হবে।”
মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব এই সফলতা অর্জন করেছে বলে জানানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।