মানিকগঞ্জের হরিরামপুরে আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি ভাঙাচোরা, বৃষ্টিতে ভিজে দুর্ভোগ—বাসিন্দাদের সরকারের হস্তক্ষেপ কামনা
হরিরামপুর দিয়াপাড় আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি বেহাল দশায় দুই যুগ ধরে অবহেলা, কর্তৃপক্ষের নেই কার্যকর উদ্যোগ

- আপডেট সময় : ০৪:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ: দীর্ঘ দুই যুগ ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ১০০ পরিবারের একমাত্র বাসস্থান চরম বেহাল অবস্থায় পড়ে আছে। ঘরগুলো ভাঙাচোরা, টিনের চাল ছিদ্র হয়ে পানি পড়ে এবং যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। অথচ এ নিয়ে কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে পানি ঢুকে পড়ে। অনেকে পলিথিন দিয়ে অস্থায়ীভাবে বৃষ্টি ঠেকাচ্ছেন। ঘরের খুঁটি দুর্বল হয়ে পড়ায় ঘূর্ণিঝড় হলে পুরো বসতভিটা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।
সূত্রে জানা যায়, প্রকল্প এলাকায় প্রায় ৫০০ মানুষ বসবাস করছে। এদের মধ্যে কেউ কৃষিকাজ, কেউ ভ্যান বা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে রাস্তা-ঘাটের করুণ অবস্থার কারণে। স্বাস্থ্যসেবার অভাবও প্রকট।
ভুক্তভোগী মোস্তফা জানান, “আমাদের ঘরের অবস্থা এতটাই করুণ যে বৃষ্টির সময় টিনের চাল দিয়ে নিরবচ্ছিন্ন পানি পড়ে। যেকোনো সময় ঝড়ে ঘরবাড়ি ভেঙে যেতে পারে। তাই দ্রুত সংস্কার দরকার।”
অন্য ভুক্তভোগী হেনা বেগম বলেন, “আমাদের দেখার কেউ নেই। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, নতুন করে ঘরবাড়ি সংস্কার করে দেওয়া হোক।”
দোকানদার আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, “বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, এই আশ্রয়ন প্রকল্পের অবস্থা দ্রুত পরিবর্তন করা হোক।”
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন বলেন, “আমি বিষয়টি অবগত ছিলাম না। তবে নতুন ইউএনও যোগদান করলে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা অবিলম্বে আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি সংস্কার করে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।