কোটালীপাড়ায় “তারুণ্যের শক্তি ও আগামীর বাংলাদেশ” কর্মশালা: পল্লী উন্নয়নে উদ্ভাবনী সমাজ গঠনের অঙ্গীকার

- আপডেট সময় : ১০:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

কোটালীপাড়া (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হলো “পল্লী উন্নয়নে উদ্ভাবনী সমাজ: তারুণ্যের শক্তি ও আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: ইসমাইল হোসেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আ.স.ম হাসান আল আমিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাকিবুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম সচিব মুহম্মদ ইকবাল হুসাইন, মোহাম্মদ মনোয়ার উজ জামান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সিরাজুল ইসলাম, পরিচালক (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ) কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ।
কর্মশালায় অংশ নেন পল্লী উন্নয়ন একাডেমীর কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা, শিক্ষার্থীসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।
কর্মশালায় বক্তারা তারুণ্যের নেতৃত্ব, আধুনিক প্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও টেকসই সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।