শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে বাংলাদেশের জয়ের নায়ক ওপেনার সাইফ হাসান। ইনিংসে দেখালেন বুদ্ধিদীপ্ত ব্যাটিং, হৃদয় পেলেন গেমচেঞ্জার অব দ্য ম্যাচ।
এশিয়া কাপে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং, ম্যাচসেরা পুরস্কার; হৃদয় গেমচেঞ্জার

- আপডেট সময় : ০৬:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫-এর সুপার ফোর পর্বের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন ডানহাতি ওপেনার সাইফ হাসান। তাঁর ৪৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস বাংলাদেশের জয় নিশ্চিত করে দেয়। ইনিংসে তিনি মারেন ২টি চমৎকার চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কা।
বাংলাদেশকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাইফ। দ্বিতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে ৩৪ বলে ৫৯ রান এবং তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৫৪ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিত গড়ে দেন।
অন্যদিকে, তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় খেলেন ক্যালকুলেটিভ ৫৪ রানের ইনিংস (৩৭ বলে, ৪ চার, ২ ছক্কা)। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় তিনি পান গেমচেঞ্জার অব দ্য ম্যাচ পুরস্কার।
ম্যাচসেরা হওয়ার স্বীকৃতি হিসেবে সাইফ হাসান পান ৫ হাজার মার্কিন ডলার আর হৃদয় পান সাড়ে ৩ হাজার ডলার পুরস্কার। বাংলাদেশের সমর্থকদের কাছে এই জুটি হয়ে ওঠে জয়ের প্রতীক।
উল্লেখ্য, ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৮.৫ ওভারে জয় নিশ্চিত করে। সাইফ ও হৃদয়ের ব্যাটিং পারফরম্যান্সই মূল পার্থক্য গড়ে দেয়। এশিয়া কাপের ইতিহাসে সুপার ফোরের উদ্বোধনী ম্যাচে এর আগে কখনো বাংলাদেশ এত আত্মবিশ্বাসী জয় পায়নি।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম সারাদেশে ৭১ পত্রিকার মাধ্যমে।অনেক উপকৃত হলাম।