গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে পানিতে ডুবে তনু মধু (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তনু মধু কান্দি গ্রামের ভ্যানচালক তপন মধুর একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় তিন বছরের তনু। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১