চন্দনাইশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চন্দনাইশ প্রেস ক্লাব আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন: মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন

- আপডেট সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

চন্দনাইশ (১৯ সেপ্টেম্বর): চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার হলরুমে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. আবিদুর রহমান (বাবুল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম।
মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হলো মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য তিরিশালি। নবীজির (সা.) প্রতি প্রেম ও আস্থা রাখা একজন মুমিনের জন্য ফরজ। তাঁর জীবন ও শিক্ষাকে অনুসরণ করা আমাদের ঈমানের অন্যতম অংশ।”
আলোচনা সভার পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দোয়া ও আল্লাহর রাসুল (সা.) এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আবদুল মজিদ, ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক উদ্দিন, এবং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম। এছাড়া, চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. আমানত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবীজির প্রতি শ্রদ্ধা
বক্তারা বলেন, “নবীজি (সা.) এর প্রতি পূর্ণ আস্থা ও ভালোবাসা আমাদের জীবনের মূলমন্ত্র হওয়া উচিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের নতুন করে নবীজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে উৎসাহিত করে।”
এছাড়া, চন্দনাইশ প্রেস ক্লাবের সদস্যরা মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে মিলাদ ও দোয়ায় শরিক হন।
উপস্থিতি ও সহযোগিতা
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা শিক্ষক, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।