প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৩:২৬ পি.এম
নোয়াখালীর সেনবাগে জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা ও এতিমখানার চতুর্থ তলার শুভ উদ্বোধন
সামছু উদ্দিন লিটন, নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের চতুর্থ তলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন মাদ্রাসা ও এতিমখানার সিনিয়র সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বিল্লাহ (সহেল)। সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা রহিম উল্লাহ বশিরী ও মির্জা সোলায়মান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, ভ্যালিনা লিমিটেডের চেয়ারম্যান মোঃ সেকান্তর আলী (মানিক) এবং সিলোনিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার বিএসসি।
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুল্লাহ ওয়াদুদ, পরিচালক আবু তাহের, ভিপি মফিজুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
মাদ্রাসার মহাতামিম মাওলানা রহিম উল্লাহ বশিরী বলেন:
“আমাদের ছাত্রদের জায়গা হয় না বলে অনেকসময় মসজিদে থাকতে হয়। ১৬ লক্ষ টাকা দেনা করে ভবনের চতুর্থ তলার কাজ শেষ করেছি। যদি কোনো মহত ব্যক্তি এই দেনার অর্থ প্রদান করেন, তবে মাদ্রাসাটি সম্পূর্ণ দেনা মুক্ত হবে।”
অনুদান প্রদানকারীদের তালিকা
- ভ্যালিনা গ্রুপ চেয়ারম্যান মানিক – ভবনের জন্য ৫০,০০০ টাকা ও এতিমদের জন্য ৫,০০০ টাকা।
- টপ স্টার গ্রুপ পরিচালক এবিএম শাহাদাত হোসেন – ৫০,০০০ টাকা।
- টপ স্টার গ্রুপ এমডি ও সৈয়দ হারুন ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ – ভবনের জন্য ১,০০,০০০ টাকা ও এতিমদের জন্য ৫০,০০০ টাকা।
অনুষ্ঠানের শেষে মাওলানা রহিম উল্লাহ বশিরীর নেতৃত্বে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি, মাদ্রাসার উন্নয়ন এবং এতিমদের কল্যাণ কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১