ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশ টুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার কনফারেন্স রুমে। সভায় সভাপতিত্ব করেন টুরিস্ট পুলিশ প্রধান মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব)।
সভায় কক্সবাজার রিজিয়নের নেতৃত্বে গৃহীত অপরাধ দমন, পর্যটন নিরাপত্তা ও মানবিক উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন তিনি। কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদের নেতৃত্বে চলমান অপরাধবিরোধী কার্যক্রম, পরিবেশ রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন টুরিস্ট পুলিশ প্রধানের বিশেষ দৃষ্টি কাড়ে।
টুরিস্ট পুলিশ প্রধান ভবিষ্যতেও নিরাপত্তা ও সেবা বৃদ্ধিতে আরও কঠোর ও মনোবলসম্পন্ন পদক্ষেপ গ্রহণের জন্য কক্সবাজার রিজিয়নকে অনুপ্রাণিতমূলক নির্দেশনা প্রদান করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিপিএম (ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা), মোহাম্মদ সাখাওয়াত হোসাইন (অতিরিক্ত ডিআইজি, ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশন ও অতিরিক্ত দায়িত্বে খুলনা-বরিশাল ডিভিশন) এবং বিধান ত্রিপুরা, পিপিএম (বার) (অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম বিভাগ)।
এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সকল রিজিয়নের পুলিশ সুপার ও জোন ইনচার্জরা ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
স্টাফ রিপোর্টার: মোছা. নাসরিন আক্তার (রিমি)
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১