মানিকগঞ্জ প্রতিনিধি মুকতার হোসেন । তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহিজা বীসরাত।
সভাটি সঞ্চালনা করেন সুশান্ত হালদার, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), হরিরামপুর। শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী এ. কে. এম. রাসেল টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারা দেশে সরকারি ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকাদান শুরু হবে।
এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। শুধু হরিরামপুর উপজেলাতেই ৩৫,২১১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বক্তারা জানান, টাইফয়েড জ্বর একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রামক রোগ, যা দুষিত পানি, খাবার ও স্যানিটেশন ঘাটতির কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবছর বাংলাদেশে প্রায় ৮ হাজার মানুষ এ রোগে প্রাণ হারান। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।
সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান, সমাজসেবা প্রতিনিধি জীতেন্দ্র কুমার মন্ডল, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, স্থানীয় শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে জনসচেতনতা বাড়ানো, শিক্ষক, ইমাম, ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে হরিরামপুর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়ন করা যায়।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১