চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা
মারসা পরিবহনের বাসচাপায় যুবক নিহত, সড়ক অবরোধে জনদুর্ভোগ

- আপডেট সময় : ০৭:২৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় জাগির হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাগির হোসেন চুনতি ইউনিয়নের কাজি ফার্ম এলাকার আবুল ফজরের ছেলে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি কাজি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী মারছা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জাগির হোসেনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
লোহাগাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার, বাসচালকদের দায়িত্বশীলতা ও ট্রাফিক-বিধি কঠোরভাবে প্রয়োগ করার দাবি জানিয়েছেন।