নান্দাইলে খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নান্দাইলে খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

হূমায়ুন কবির,নান্দাইল (ময়মনসিংহ প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য, চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নান্দাইল মডেল মসজিদ হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নান্দাইল উপজেলা বিএনপির আহব্বায়ক ও সাবেক যুগ্ম-সম্পাদক মো. কামরুজ্জামান (লেদার খোকন)। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান (সাজু)।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন—
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে নান্দাইল বিএনপির হাল ধরেছিলেন খুররম খান চৌধুরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ময়মনসিংহ জেলায় দলকে সংগঠিত করেন। নান্দাইল ও ঈশ্বরগঞ্জের মানুষের হৃদয়ে তিনি আজও অম্লান। শিক্ষা বিস্তার, সমাজসেবা ও তৃণমূল রাজনীতিতে তাঁর অবদান অনন্য।”
এসময় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা জহিরুল ইসলাম, আবু হুরাইরা আকন্দ, সোহরাফ হোসেন সরকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূরুল হক, ছাত্রদল নেতা শাহজাহান ভূঁইয়া মানিক, শাখাওয়াত, জলিল, রিদয় হাসান প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গুণীজনরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।