গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আনন্দ ঘোষ (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী নিজ ভাই ও ভাতিজাদের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মিতা ঘোষ (৩৫)।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে ঘোষবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনন্দ ঘোষ ওই গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সেজো।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘরের ছাদ থেকে পানি পড়ে চলাচলের রাস্তা কর্দমাক্ত হওয়াকে কেন্দ্র করে ভাইদের সঙ্গে বিরোধ চলছিল আনন্দ ঘোষের। রবিবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই ও ভাতিজারা কাঠের লাকড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে অথৈ ঘোষ কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, “আমার বাবার স্বপ্ন ছিল আমাকে নার্স বানানোর। কিন্তু আপন কাকা আর কাকাতো ভাইয়েরা আমার বাবাকে খুন করেছে। আমি তাদের ফাঁসি চাই।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছবি: কোটালীপাড়া হাসপাতালে নিহত আনন্দ ঘোষের লাশ।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১