কুমিল্লায় মানবাধিকারকর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যা ও গুমের হুমকি — প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী
“মাস্টরের পুত সাংবাদিকটারে দুনিয়ার থেকে এক্সপোর্ট কইরা দেমু”— কুমিল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

- আপডেট সময় : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির সন্তান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। “মাস্টরের পুত সাংবাদিকটারে দুনিয়ার থেকে এক্সপোর্ট কইরা দেমু”— এমন ভয়ঙ্কর হুমকি দেওয়ার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুভ্র জানান, গত সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের বাসা ইসলামপুর মহল্লার জজ কোর্ট সংলগ্ন এলাকায় ফেরার সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি তার পথরোধ করে প্রাণনাশের হুমকি দেয়। তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে শুভ্রকে বলেন— “মামলা তুলছ না কেন? তুলস না তো দুনিয়ার থাইক্কা এক্সপোর্ট কইরা দিমু।”
উল্লেখ্য, সাংবাদিক শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা নং ৪১/৮৫০, তারিখ ১৪.১১.২০২৪—এর এজহারভুক্ত আসামিদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এসব আসামি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, নাশকতা ও অপতৎপরতায় জড়িত, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সাংবাদিক শুভ্র আরও বলেন,
“আমি প্রশাসন, র্যাব, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত মোটরসাইকেলযোগে অজ্ঞাত ব্যক্তিরা আমাকে ফলো করছে।”
তিনি অভিযোগ করেন, আসামিপক্ষের কয়েকজন নারী-পুরুষ প্রশাসনের পরিচয় ব্যবহার করে সামাজিকভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে নাশকতা ঘটানোর চেষ্টা করছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রর দায়ের করা মামলার বেশিরভাগ আসামি এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, সাংবাদিক ও মানবাধিকারকর্মীর উপর এমন প্রকাশ্য হুমকি দেশের আইনের প্রতি চরম অবজ্ঞা। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।