রেড ক্রিসেন্টের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবা, উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল
লৌহজংয়ে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প: মশদগাও মাদ্রাসায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসা সেবা

- আপডেট সময় : ০৯:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মশদগাও আব্দুল লতিফ খান আলিম মাদ্রাসায় বুধবার (৮ অক্টোবর ২০২৫) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লৌহজং ইউনিটের উদ্যোগে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন টিম লিডার নাজনীন আক্তারসহ স্বেচ্ছাসেবী সদস্য সুলাইমান সুমন, মারজান, হিমেল, মুন, হাসান, রাতুল, দিসাদ, সুমাইয়া, অন্তর ও সাফিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডিশনাল ডিআইজি জনাব মো. সিহাব কায়সার খান, সদস্য সচিব মাওলানা মো. মুকবুল ইসলাম পাটওয়ারি (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), শিক্ষক প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক ও অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব শাহ আলম (জিয়া)।
সভাপতি জনাব সিহাব কায়সার খান বলেন, “রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও সমাজসেবার চেতনা জাগ্রত করবে।”
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাসেম ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টার। স্থানীয়ভাবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।