কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সারা দেশের ন্যায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চাপাইর ইউনিয়নের আলিয়াবিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোসলেহ উদ্দিন আহমেদ, মোঃ আতিক আহমেদ ফাওয়াহ ও আশানন্দ বিশ্বাসসহ স্থানীয় কর্মকর্তারা।
অভিযান চলাকালে ছোট-বড় পাঁচটি নৌকাযোগে নিষিদ্ধ ৯৫টি চায়না দুয়ারি জাল এবং একটি ব্যাটারি চালিত ইলেকট্রিক মাছ ধরার যন্ত্র জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামের বাজারমূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
অভিযানের মাধ্যমে স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাছের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধে তৎপরতা আরও জোরদার করার কথা জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১