নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান’— এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চকরিয়া উপজেলার কাকারা রুদ্রপল্লী সর্বজনীন কালী মন্দির মাঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় দেবনাথ।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার মোঃ তৌহিদুল মবিন খান (স্কোয়াড কমান্ডার, সিপিএসসি),
ডুলাহাজারা কলেজের অধ্যাপক কৃষ্ণ কান্তি দে,
নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা এম আলা উদ্দিন ইমামী,
কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মঈন উদ্দিন রাকিব।
স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন—
ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, তাপস দেব, ইমরানুল ইসলাম আলভী, ফুরকানুল ইসলাম, জিনিয়া ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আসিফা জান্নাত।
এছাড়াও বক্তব্য দেন মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ সৈয়দ আলম।
বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবলে সমাজের তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। এ থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে স্থানীয় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন র্যাব-১৫ এর মেজর মোঃ ফারহান উজ জামান (এএমসি)।
অনুষ্ঠান শেষে শিশু-কিশোর ও যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন মেজর এহতেশামুল হক।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১