নিজস্ব প্রতিবেদক │ চট্টগ্রাম
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন মাইজপাড়া এলাকায় জমিদারের হামলায় ফুল মিয়া (৩৫) নামে ভারাটিয়া বাস হেলপারের মৃত্যু হয়েছে। ঘটনার প্রধান আসামি মোঃ মোবারক হোসেন (৩৫)কে র্যাব-৭ চট্টগ্রাম অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
[video width="848" height="482" mp4="https://saradesh71.com/wp-content/uploads/2025/10/VID-20251007-WA0024.mp4"][/video]
র্যাব সূত্রে জানা যায়, নিহত ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মাইজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভিকটিম ফুল মিয়ার সঙ্গে বিল্ডিংয়ের জমিদার মোঃ মোবারক হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক কিল, ঘুষি ও লাথি মারেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে মোবারক ও তার সহযোগীরা কৌশলে মৃতদেহটি মেডিকেল থেকে নিয়ে এসে বাসার নিচতলায় রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত ফুল মিয়ার স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা (মামলা নং–৩২, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারিত হয়। রহস্য উদঘাটন ও আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৭, চট্টগ্রাম গোপন নজরদারি শুরু করে। উল্লেখ্য ফুল মিয়ার মৃত্যুর আগে ১ টি মেয়ে ও ১টি ছেলে সন্তান রেখে যায়।
এরই ধারাবাহিকতায় গত ০৬ অক্টোবর ২০২৫ তারিখে বিকেল ২টা ৫০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম পাচলাইশ থানাধীন বিবির হাট এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১নং এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ মোবারক হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১