পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলা ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে পড়েছিলেন সেবা গ্রহীতারা। অভিযোগের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন দালালকে আটক করে সাজা প্রদান করা হয়।
আটককৃত যুবকের নাম মো. আলী রেজা ওরফে সাকিব (২২)। তিনি পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
সেবা গ্রহীতাদের অভিযোগ, সাকিবসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে নিজেরাই তাদের কাজ করিয়ে নিচ্ছিল। কেউ সরাসরি অফিসে কাজ করতে গেলে নানা হয়রানির শিকার হতে হতো। অভিযোগ রয়েছে, এসব দালালদের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশও রয়েছে, যার মাধ্যমে অর্থ লেনদেনের ভাগাভাগি করা হয়।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত হাতে-নাতে সাকিবকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন,
> “ভূমি অফিসে দালালচক্রের কোনো স্থান নেই। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য এই অভিযান চলমান থাকবে। দালালের মাধ্যমে নয়, সবাই যেন নিজ নিজ কাজ নিজে করেন—এই বার্তাই আমরা দিতে চাই।”
তিনি আরও জানান, ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত করে সেবাগ্রহীতাদের স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সরকারি সেবা নিশ্চিত করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১