স্টাফ রিপোর্টার
বোয়ালমারী (ফরিদপুর):
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামার গ্রামে গতকাল বিকেলে ঝড়ে রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে পাশের ব্যক্তিগত জমির পুকুরে পড়ে যায়। পরে জমির মালিক গাছটি প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি করেন।
ঘটনার পরপরই স্থানীয় দুই সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি করেন, গাছটি সরকারি জায়গার বলে। তবে এলাকাবাসী ও জমির মালিকের পরিবার জানায়, গাছটি দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জমির সীমানার ভেতরেই ছিল।
তাদের মতে, “গাছটি আমাদের জমির সীমানার ভেতরেই ছিল। সাংবাদিকদের ভুল তথ্যের কারণে এলাকায় অযথা উত্তেজনা তৈরি হয়।”
এ সময় ঘটনাস্থলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও সাবেক এক কাউন্সিলরের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। ফলে গাছের মালিক কোনো প্রশাসনিক বা আইনি জটিলতায় পড়তে হয়নি।
এলাকাবাসীর ভাষায়, সাংবাদিকদের দাবিতে বিভ্রান্তি তৈরি হলেও প্রশাসনের কোনো পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এমন ঘটনায় যাচাইবাছাই ছাড়া সংবাদ প্রকাশ বা দাবি তোলা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১