জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীর ছাগলনাইয়ায় একটি অ্যাম্বুলেন্সে লুকানো ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পিএইচপি কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তল্লাশি চালিয়ে ‘নিউ উপশম জেনারেল হাসপাতাল, ফেনী’-লেখা অ্যাম্বুলেন্স থেকে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নূর আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপচালক মো. রাসেল (২৩) এবং একই গ্রামের আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আটক ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের মধ্যে অ্যাম্বুলেন্স চালকই এই দলের মূলহোতা বলে জানা গেছে।
এই ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১