কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামে সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মূল হোতা বোরহান উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে নির্যাতনকারী বোরহান উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক বোরহান উদ্দিন রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং দীর্ঘদিন ধরে সুদের কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, “বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আকবর তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বোরহান উদ্দিনের কাছ থেকে সুদের টাকা নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় সোমবার সকালে বোরহান তাকে বাড়ি থেকে ধরে এনে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১