ঝালকাঠি প্রতিনিধি |
“তোমাদের স্বপ্ন দেখতে হবে বড়, যাতে কোনো ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়”— এমন অনুপ্রেরণামূলক কথায় কিশোরীদের স্বপ্ন দেখার আহ্বান জানালেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ব্র্যাকের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান’। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন করে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মিস দিলারা খানম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, যিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় ২০২৩ সাল থেকে ঝালকাঠি জেলার চারটি উপজেলায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। গত ২৭ মাসে ২৭টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
এ সময় যারা প্রাপ্তবয়স্কতায় পৌঁছেছে, তাদের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েট’ হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। এ বছর ঝালকাঠি জেলায় মোট ১৩০ জন কিশোরী আঠারোতে পদার্পণ করেছে। সদর উপজেলার ৩৩ জন কিশোরীকে নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরীরা তাদের জীবনের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে কথা বলে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় কিশোরীদের উদ্দেশে বলেন, “স্বপ্নে বিশ্বাস রাখলে কোনো বাধাই তোমাদের পথ রোধ করতে পারবে না।”
ব্র্যাকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ, জোনাল ম্যানেজার মো. আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার ও অফিসার হাসিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষাংশে অতিথিবৃন্দ স্বপ্নসারথি গ্র্যাজুয়েটদের হাতে সনদ ও সম্মাননা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১