শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন। পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নিচে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে অভিযান শুরু হয়। এ সময় স্থানীয় সচেতন নাগরিক ফোরামের সহযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা এলাকাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও ময়লা-আবর্জনা সঠিকভাবে ব্যবস্থাপনার বার্তা ছড়িয়ে দেন।
আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, “বদলে যাবো আমরা, বদলে যাবে দেশ”—এই স্লোগানকে সামনে রেখে আমরা পরিচ্ছন্ন শ্রীপুর গড়ার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছি। সবার সহযোগিতা পেলে আগামীতে শ্রীপুরকে একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, “প্রত্যেক নাগরিকের উচিত নিজের আশপাশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা। একসঙ্গে কাজ করলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
পরিচ্ছন্নতা অভিযান শেষে উপস্থিত স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা আকন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১