সোমবার রাতে থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় পুলিশ
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

- আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এসআই) সাদেক, রাহিম, বিন আমিন, মাসুদ, আরিফুজ্জামান ও তোহাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১️⃣ মোঃ বুরহান উদ্দিন, পিতা মৃত রইছ আলী, সাং গোবিন্দনগর (কোনাপাড়া), পোঃ গোবিন্দনগর; মামলা নং পাঃ জা-১/১০।
২️⃣ হিরা মিয়া, পিতা মৃত ইন্তাজ আলী, সাং চৌকা; বিদ্যুৎ সিআর-৮১৫/২৩।
৩️⃣ রবিন্দ্র রানা চন্দ্র, পিতা মৃত রানা চন্দ্র, সাং জাতুয়া, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ; বিদ্যুৎ সিআর-৫৭৫/২৪।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে ছাতক থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
ওসি মোঃ সফিকুল ইসলাম খান বলেন,
> “আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ছাতক থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”