ভোটের মাঠে সরব বিএনপি-জামায়াত, তরুণদের ভরসা গণসংহতির আলফাত হোসেন
জাতীয় নির্বাচন ২০২৬: শ্যামনগরে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা, তৎপর বিএনপি-জামায়াত ও গণসংহতি আন্দোলন

- আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি এখন সরব। দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রতিনিয়ত। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন।
বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে সক্রিয়। ব্যানার-ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূল জনসংযোগে চলছে প্রচারণা।
শ্যামনগরের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী। অভ্যন্তরীণ কোন্দল থাকলেও মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রের হাইকমান্ডে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক আশেক এলাহি মুন্না এবং ড. মনিরুজ্জামান মনিরসহ একাধিক হেভিওয়েট প্রার্থী মনোনয়নের দৌড়ে রয়েছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী সাতক্ষীরা-০৪ আসনে একক প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও একজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
এদিকে গণসংহতি আন্দোলনের তরুণ নেতা আলফাত হোসেন তরুণ ভোটারদের কাছে জনপ্রিয়তা পাচ্ছেন। “পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই” স্লোগানে তিনি মাঠে নেমেছেন উপকূলীয় শ্যামনগরের বঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে।
ভোটারদের মনোভাবেও এসেছে পরিবর্তন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে তারা বলছেন, এবার চান “যোগ্য, সৎ ও ক্লিন ইমেজের” প্রার্থী। কেউ কেউ বলেন, “চাপে পড়ে নয়, এবার নিরবে পরিবর্তনের ভোট বিপ্লব ঘটাব।”
ভোটের মাঠে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো তেমন সক্রিয় হতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে নতুন প্রজন্মের অংশগ্রহণ ও সচেতন ভোটারদের সিদ্ধান্ত ঘিরে।
২ লাখ ৯৫ হাজারেরও বেশি ভোটারের শ্যামনগরে ভোটের লড়াই হবে বহুমাত্রিক। সাধারণ ভোটাররা বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে বলেই তারা আশাবাদী