সিরাজগঞ্জ প্রতিনিধি | সারাদেশ ৭১ নিউজ
সিারাজগঞ্জের চৌহালী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জানাজা শেষে দাফনের প্রস্তুতিকালে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর জাজুরিয়া গ্রামে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গ্রেপ্তারকৃত স্বামীর নাম আরব আলী (৩৬), তিনি ওই গ্রামের দানেজ আলীর ছেলে। নিহত স্ত্রী আরজিনা (৩০) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেতুয়াজানি গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রায় ১৩ বছর আগে আরব আলী আরজিনাকে বিয়ে করেন। দুই বছর আগে একই এলাকার স্বপ্না নামের এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকেই দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।
ওসি আরও জানান, তিন মাস আগে আরব আলী লক্ষাধিক টাকার বিনিময়ে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন, যা প্রথম স্ত্রীর পরিবারের কাছ থেকেই নেওয়া হয়েছিল। এরপরও পারিবারিক ঝগড়া অব্যাহত ছিল।
শনিবার (৪ অক্টোবর) রাতে এক পর্যায়ে আরব আলী তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে রাতেই পরিবারের সদস্যদের বলেন, আরজিনা ‘স্ট্রোকে’ মারা গেছেন। এমনকি মাথায় পানি ঢেলে মৃত্যুর নাটক সাজানো হয়।
রোববার (৫ অক্টোবর) জানাজার পর দাফনের প্রস্তুতি চলাকালীন সময়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ দাফন বন্ধ করে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রীকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় নিহতের চাচা বাদশা মিয়া বাদী হয়ে স্বামী আরব আলীসহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১