জুলাইযুদ্ধা সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শাহজালাল মাজারে আয়োজন
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৪৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় সিলেটে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা। বৃহস্পতিবার (২ অক্টোবর) পবিত্র হযরত শাহজালাল (রহ.) মাজার শরিফ প্রাঙ্গণে এ আয়োজনে অংশ নেন জুলাইযুদ্ধা সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
জুলাইযুদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া মহানগর সভাপতি আলাল আহমদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জেলা সভাপতি এম এ মতিন উন্নত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, কামাল আহমেদ, ইবরাহীম, রাজু আহমদ, লায়েক আহমেদ, আব্দুল জলিল, কামরুল ইসলাম, সালমান আহমদ, জসিম উদ্দিন, ইমন আহমদ, জসিম আহমদ, ওসমান সুলতান ও হামজা আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। মাহফিল শেষে শাহজালাল দরগাহ মসজিদের খাদেম মাওলানা আব্দুর রহীম মোনাজাত পরিচালনা করেন এবং শিরণী বিতরণ করা হয়।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। শহীদদের আত্মত্যাগ আজও জাতির প্রেরণার উৎস।”