সিলেটের উপশহর এলাকার পুলিশ ফাঁড়িতে এই প্রথম নতুন সাইনবোর্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে “সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট জেলা শাখা” বিশেষ উদ্যোগ নিয়ে এই সাইনবোর্ডটি প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, শিবগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য সচিব, উপশহর কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনন্দঘন পরিবেশে সাইনবোর্ডের উদ্বোধন সম্পন্ন হয়।
বক্তারা বলেন, পুলিশের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও জনগণের কাছে সহজলভ্য করতে একটি স্পষ্ট সাইনবোর্ডের প্রয়োজন ছিল। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই “সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট জেলা শাখা” এই উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান বলেন, সাংবাদিক সমাজ শুধু কলম দিয়েই নয়, সমাজের উন্নয়নে বাস্তব উদ্যোগের মাধ্যমেও কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান রাসেল, প্রচার ও মিডিয়া সম্পাদক জুবের আহমদ সার্জন, সদস্য শিহাব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মনসুর আহমদ শাপলু এবং সাংবাদিক লাহিল।
বক্তারা আশা প্রকাশ করেন, পুলিশের কার্যক্রমে এই নতুন সাইনবোর্ড সাধারণ মানুষের সেবা পাওয়ার পথকে আরও সহজ করে তুলবে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১