সিলেট প্রতিনিধি:
সিলেটে সাংবাদিকদের অংশগ্রহণে ৩৬ জুলাই উপলক্ষে বিগ সিক্স ইনডোর ফুটবল মাঠে এক উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সিলেটের বিভিন্ন প্রেসক্লাব ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা দল গঠন করে এই টুর্নামেন্টে অংশ নেন। দিনব্যাপী আয়োজিত এ খেলায় সাংবাদিকদের মধ্যে দেখা যায় অসাধারণ টিমওয়ার্ক, খেলাধুলার চেতনা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
এই টুর্নামেন্টে অংশ নেয়— সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা, অনলাইন প্রেসক্লাব, মোবাইল প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের দল। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স ও দক্ষ টিমওয়ার্ক মাঠে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখা দলের নেতৃত্বে ছিলেন কামাল খান, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু। দলের সদস্য হিসেবে অংশ নেন মুস্তাক আহমদ, শিহাব উদ্দিন, এইচ. এম. দেলোয়ার, তাবারাক আলী, অমিত মল্লিক, শোয়েব আহমদ, কামরুল ইসলাম, মনসুর আহমদ শাপলু, লাহিল, শারুফ উদ্দিন, এনাম উদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, সাংবাদিকরা প্রতিদিন নানা দায়িত্ব পালন করেন। তাই শারীরিক ও মানসিক সতেজতা ফিরিয়ে আনতে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বৃদ্ধি করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। খেলাধুলার মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পেশাগত জীবনের বাইরে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।”
দিনব্যাপী টুর্নামেন্ট শেষে অংশগ্রহণকারী দলগুলোকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনীতে সাংবাদিক শাহান উদ্দিন নাজু ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১