ফটিকছড়ি | চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়িতে ২১ বছর বয়সী কামরুল হাসান কাউসার রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ অক্টোবর) ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিজের শয্যাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামরুল হাসান নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর বাউদ্দার পাড় পণ্ডিত বাড়ির দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার প্রথম ছেলে। নিহতের মা হামিদা বেগম জানান, কয়েকদিন ধরে তার ছেলে ঘুমের ওষুধ সেবন করতেন এবং এলাকার কিছু ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেনও ছিল।
তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন বিরোধের কারণে গত রবিবার কাউসার মির্জারহাটে মারধরের শিকার হন। সোমবার সকালে কাউসারের বিছানায় নিথর ও এলোমেলো অবস্থায় দেহ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর প্রতিবেশী এবং পুলিশকে খবর দেওয়া হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত করে আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১