বাঁকা রাস্তায় বারবার দুর্ঘটনা, স্থানীয়দের রোড সাইনবোর্ড স্থাপনের দাবি
দুর্গাপুরে সিএনজি-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৩ জন, বাঁকা পথে দুর্ঘটনা বাড়ছে প্রতিদিন

- আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষ্মিদ্র লক্ষ্মীপুর এলাকায় আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন — সিমা বেগম (৪৫), স্বামী জাহাঙ্গীর, গ্রামের কিশোরপুরের নজরুল ইসলাম (৪০), পিতা মোহসিন, এবং শ্রীধরপুরের জহুরুল ইসলাম (৩০), পিতা বায়জিদ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে কানপাড়া যাওয়ার পথে সিএনজিটি একটি ভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আরেকটি ভ্যান চলে আসে। ফলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
এলাকার বাসিন্দারা জানান, দুর্গাপুর-কানপাড়া রোডের ওই বাঁকা পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বিগত কয়েক বছরে এখানে অন্তত ২০–২৫টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রাণহানির ঘটনাও রয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, “এই বাঁকা রাস্তায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নিয়ে রোড সাইনবোর্ড বা সতর্কীকরণ চিহ্ন বসায়, তাহলে অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।”
উল্লেখ্য, মাত্র এক মাস আগে একই রোডে সিএনজি ও নসিমনের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছিলেন। দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে, বিশেষ করে স্কুল-কলেজের সামনে, প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, যা স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।