কুমিল্লা প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে এস আলম গ্রুপের কথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কুমিল্লা নগরীর বিভিন্ন শাখা এবং জেলার উপজেলা পর্যায়ের শাখাগুলোর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একই সময়ে ব্যাংকের রামঘাটলা, চকবাজার, পদুয়ার বাজার, ক্যান্টনমেন্ট, চান্দিনা, মুরাদনগর, চৌদ্দগ্রাম, লাকসাম ও নাঙ্গলকোটসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে কোনো প্রকার বিজ্ঞপ্তি, পরীক্ষা বা যোগ্যতা যাচাই ছাড়াই প্রায় ৮ হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁদের মধ্যে অনেকে ভুয়া সনদপত্র ব্যবহার করেছেন, যার ফলে ব্যাংকের সেবা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও জানান, এসব অনিয়মের কারণে ব্যাংকের বার্ষিক আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকারও বেশি। পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারীসহ বিভিন্ন অযোগ্য ব্যক্তিকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
চকবাজার শাখার গ্রাহকরা বলেন, “অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল না করলে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকেরা একে একে মুখ ফিরিয়ে নেবেন।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম, মহিবুর রহমান, চকবাজার শাখার গ্রাহক কামাল উদ্দিন, সাদেকুল ইসলাম, সাইফুল ইসলাম, পদুয়ার বাজার শাখার কামরুল হাসান, মোতাহের আলম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১