কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা শহরে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশায় দলিল লেখক আব্দুস সামাদ।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কুমিল্লা শহরের ফৌজদারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে কুমিল্লার স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত।
আব্দুস সামাদ কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারাপাড়া কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হক ও মনোয়ারা বেগমের পুত্র।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার গ্রেফতারের কারণ বিস্তারিত জানানো হয়নি। তবে ওসি মহিনুল ইসলাম জানান,
> “বিশেষ কারণে তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে প্রশাসনিক নিয়মতান্ত্রিক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ বলেও উল্লেখ করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১