ঝালকাঠি প্রতিনিধি |
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ অন্তত পাঁচজন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১