কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে নিহত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহামেদ।
আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিহত অঙ্কিতা ও তন্ময়ের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই চেক প্রদান করা হয়। নিহত দুই শিশুর বাবার হাতে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও কাউসার আহামেদ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহামেদ বলেন,
> “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে আছি। মানবিক সহায়তা হিসেবে নিহত দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈরের চাঁপাইর তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকায় প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। দুই নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে গেলে সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানায় অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর তাদের মরদেহ উদ্ধার করে।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১