কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ লেক এখন রঙিন সাজে নতুন রূপে সেজে উঠেছে। একসময় যেখানে ছিল ময়লা-আবর্জনা আর কচুরীপানার ভাগার, আজ সেখানে দৃষ্টিনন্দন সৌন্দর্যের ছোঁয়া। উপজেলা প্রশাসনের উদ্যোগে লেকটিতে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে, যা এখন স্থানীয়দের কাছে অন্যতম বিনোদন স্পটে পরিণত হয়েছে।
লেকের চারপাশে নির্মিত হয়েছে সুন্দর ফুটওয়াক, বসার জন্য স্থাপন করা হয়েছে শতাধিক রঙিন টুল, এবং চলাচলের জন্য লেকপাড়ের রাস্তা সংস্কার করা হয়েছে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে লেকে নামানো হয়েছে চারটি দৃষ্টিনন্দন প্যাডেল বোট।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক লেকের সৌন্দর্যবর্ধন কাজ ও বোট সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস. এম. শাহজাহান সিরাজ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, ও অন্যান্য কর্মকর্তা।
উদ্বোধনের পর থেকেই লেকে ভিড় জমাচ্ছে নানা বয়সের মানুষ। লেকটি এখন পরিবার ও বন্ধুদের প্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।
এক শিক্ষার্থী লাবিবা জানায়, “আগে আমাদের ঘোরার জায়গা ছিল না, এখন এই বোটে চড়ে দারুণ আনন্দ পেয়েছি।”
স্থানীয় সমাজসেবক সোহেল শেখ বলেন, “উপজেলা প্রশাসনের উদ্যোগে লেকের পুরো চেহারাই বদলে গেছে। আগে নোংরা পরিবেশের কারণে মানুষ এখানে আসতে চাইত না, এখন এটি সবার প্রিয় জায়গা।”
প্রভাষক সমেন মজুমদার জানান, “প্যাডেল বোট একটি পরিবেশবান্ধব ও শান্ত বিনোদনের মাধ্যম, যা পরিবার ও বন্ধুদের জন্য উপভোগ্য সময় এনে দেয়।”
কবি ও সাহিত্যিক মিন্টু রায় বলেন, “দূরবর্তী পার্কে যাওয়া অনেকের জন্য কষ্টকর ছিল, তাই এই লেক এখন কোটালীপাড়ার বিনোদনের নতুন কেন্দ্র।”
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, “লেকটিকে নতুনভাবে সাজানো হয়েছে যাতে এটি কোটালীপাড়াবাসীর বিনোদন স্পটে পরিণত হয়। দর্শনার্থীদের নিরাপত্তায় সিসিটিভি বসানো হবে এবং পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর নজরদারি থাকবে।”
বর্তমানে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে লেকের রক্ষণাবেক্ষণ ও বোট পরিচালনার জন্য। তিনি দর্শনার্থীদের কাছ থেকে নামমাত্র শুভেচ্ছামূল্যে বোট চালাচ্ছেন এবং পুরো লেক এলাকা পরিচ্ছন্ন রাখছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাজু আহমেদ
যোগাযোগঃ raju@saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ ৭১